
আরিফুল ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
শনিবার ক্লাং মহানগর বি এন পি মালয়েশিয়া ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।ক্লাং মহানগর বি এন পির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ইসমাইল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাং মহানগর বি এন পির সভাপতি জনাব মোঃ জাকির হোসেন ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বি এন পির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান বি এন পির সহ সভাপতি জনাব তালহা মাহমুদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বি এন পির সহ সভাপতি এস এম তনু ,কুয়ালালামপুর বি এন পির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সহ বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তার বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বি এন পি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে ।আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জনগণের পাশে থেকে সকল উন্নয়ন মূলুক কাজ করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে যেখানে থাকবে না কোনো বৈষম্য,থাকবে না কোনো দুর্নীতি,থাকবে না কোনো অন্যায় অবিচার ।
অন্তর্বর্তী সরকারের কাছে নূন্যতম সংস্কার করে অতিদ্রুত নির্বাচনের দিয়ে জনগণের ভোটাধিকার মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বক্তারা ।
পরিশেষে সাবেক সফল তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ,এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।
Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।