শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের অনবদ্য সাফল্য

মোঃ ওমর ফারুক :   |   শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট

ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের অনবদ্য সাফল্য

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অনবদ্য সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। প্রতিযোগিতায় অংশ্রগ্রণকারী মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা অর্জন করে ২৭টি পুরস্কার যার মধ্যে একক ও দলগতভাবে ২০টি ইভেন্টে চ্যাম্পিয়ন এবং ৭টি ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। এ বছর ক্রীড়া প্রতিযোগিতায় উত্তরা থানা পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয় উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া উত্তরা থানা পর্যায়ের প্রতিযোগিতা চলে ১২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। সমাপনী দিনের বিশেষ আয়োজনে ছিলো পুরস্কার বিতরণী পর্ব। উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হজরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষাÑঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। আনন্দঘন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শম্পা ইয়াসমিন, মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com