অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 180 বার
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ কেজি জাটকাসহ স্পীডবোট জব্দ
অদ্য ১৩ এপ্রিল ২০২১ তারিখ , সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান পাগলা কর্তৃক সোয়ারিঘাট ও নারায়ণগঞ্জে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ কেজি (৯৫মণ) জাটকাসহ একটি স্পীডবোট (২০০সিসি) জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সোয়ারি ঘাট, নারায়ণগঞ্জ ৫ নং বন্দর ঘাট এবং কাঠপট্টি লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে আনুমানি ৯৫ মণ (৩ হাজার ৮০০ কেজি) জাটকাসহ ১টি স্পীডবোট জব্দ করা হয়। জব্দকৃত স্পীডবোটি ম্যাজিস্ট্রেট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্ট গার্ড এর জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে জব্দকৃত জাটকাসমূহ স্টেশন কমান্ডার পাগলা লেঃ আশমাদুল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ মাহমুদা জাহান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এর উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীবদুস্থর মাঝে বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভ‚ক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৫:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel