
স্টাফ রিপোর্টার | রবিবার, ১৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট
রবিবার (১৩ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২২ আনুমানিক ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এম আশিক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেড়াদ্বীপ তীরবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত গতিতে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কোস্ট গার্ড সদস্যরা একটি কালো রঙ্গের বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের নিমিত্তে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৩ নভেম্বর ২০২২ আনুমানিক ০০২০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন সাঙ্গু কতৃর্ক চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের বার আউলিয়া প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সমুদ্রের তীরে পরিত্যক্ত একটি সবুজ রংয়ের বস্তা তল্লাশী করে ৪৪ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত হুইস্কি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়।
Posted ৭:১৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।