অনলাইন ডেস্ক | বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট
মার্কিন মুল্লুকে পর্দা উঠেছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। যেখানে এরই মধ্যে শেষ হয়ে গ্রুপ পর্বের লড়াই। চার গ্রুপ থেকে সেরা দুটি দল করে মোট আটটি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।
আগামী ৫ জুলাই থেকে শুরু হবে কোয়ার্টারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের কোপায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে ও ব্রাজিল।
বুধবার কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সর্বশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আগামী ৫ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা-ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়, হিউস্টনে। এর পরের দিন সকাল ৭টায় ভেনেজুয়েলা-কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্লিংটনে।
রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় পানামা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। একই দিন সকাল ৭টায় শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে লাস ভেগাসে।
দৈনিক বাংলার নবকণ্ঠ/
Posted ১২:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।