ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | রবিবার, ১১ এপ্রিল ২০২১ | প্রিন্ট
করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ করেন তিনি। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্ভয়ে করোনা টিকা নেওয়ার পরামর্শ দেন এবং করোনা টিকা গ্রহণের ব্যাপার উদ্বুদ্ধ করেন।
পরে পুলিশ কমিশনার ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনাররা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাও পুলিশ সদস্যরা। এর আগে, গত ১০ ফেব্রুয়ারী ( বুধবার) সকালে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে কোভিড-১৯ এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সের সদস্যরাও কোভিড-১৯ এর টিকা নেন।
Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।