আকিমুল ইসলাম সাজু কোটচাঁদপুর প্রতিনিধি | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, ও কেক কেটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যারিষ্টার প্লাজার দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের পরিচালক ও সরকারি কে এম এইচ ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর হুসাইন এর সভাপতিত্বে ও কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি মশিয়ার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেচ্ছা মিকি। অনুষ্ঠানের শুরুতে আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, জাহেদি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদি, কুশনা ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,কুশনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুনর রশীদ প্রমুখ। র্যালী ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, যশোর রক্তদান ফাউন্ডেশন, অনির্বাণ ব্লাড ডোনার ক্লাব তালসার, ঝিনাইদহ ব্লাড ডোনার ক্লাব, এসবি কে ব্লাড ডোনার ক্লাব, হাসিখুশি রক্তদান ফাউন্ডেশন, কুশনা দোয়ারপাড়া রক্তদান ফাউন্ডেশন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন ব্লাড ডোনার ক্লাব। অনুষ্ঠান শুরুতেই কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে সবার মাঝে টি-শার্ট বিতরন করা হয় এবং সবাই একসাথে মিলিত হয়ে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যারিষ্টার প্লাজায় এসে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে ব্লাড ডোনেশন সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সকল সদস্য, অন্যান্য ব্লাড সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত ছিলো, ঝিনেদা টিভি, কে সি পি টিভি,
Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।