শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কে এই শাহীন যার খপ্পরে পরে অনেকেই সর্বশান্ত

পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১   |   প্রিন্ট

কে এই শাহীন যার খপ্পরে পরে অনেকেই সর্বশান্ত

কে এই শাহীন যার খপ্পরে পরে অনেকেই সর্বশান্ত

দিনাজপুর শহরের ৫নং উপশহর এলাকার মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ শাহীন আলমের ব‍্যবসায়িক প্রলোভন খপ্পরে পরে ইতিমধ‍্যে অনেকেই  সর্বশান্ত হয়ে গিয়েছে।আবার কেউ তার প্রতারনায় সর্বশান্ত হওয়ার পথে বলে অভিযোগে জানা যায়।মোঃ শাহীন আলমের চৌকস প্রতারনার ফাঁদে সর্বশান্ত হওয়ার উপক্রম এমনই একজন হচ্ছে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উওর গোসাইপুর গ্রামের বর্তমান শহরের ঘাসিপাড়া এলাকার জনৈক মৃত মতিউর রহমানের ছেলে মোঃ সৈয়দ আলী।মোঃ শাহীন আলমের সাথে ব‍্যবসায়িক সফলতা পাবার আশায় এবং চালের বকেয়া অর্থ ফেরত পেতে শাহীন আলম তার ভাইএর মুড়ির মিল ও পিক আপ সুমন চন্দ্র বসাকের কাছে বিক্রয় করে দেওয়া মুড়ির মিল ও পিকআপটি ক্রয় করে নিয়ে মোঃ সৈয়দ আলী মুড়ি উৎপাদনের ব‍্যবসা শুরু করে ।কিন্তু মুড়ি উৎপাদন শুরু হওয়ার পর থেকে শাহীনের যেন বিনা তেল মবিলে আবার ভাগ‍্যের চাকা ঘুরতে শুরু করে কিন্তু খোকলা হতে থাকে সৈয়দ আলমের পুজিঁ।বিভিন্ন এলাকার পাইকারী মুড়ি ব‍্যবসায়ির কাছ থেকে সরবরাহকৃত মুড়ির টাকা আদায় এবং মুড়ি উৎপাদনে সৈয়দ আলীর সরবরাহকৃত চালের টাকা বকেয়া ফেলে প্রায় ২৩লক্ষ টাকা আত্মসাৎ করার গোপন তথ‍্যসহ তার ভাইকে ৪২লক্ষ টাকা দিয়ে বাহাদুর বাজারে তিনটি দোকান ক্রয় করে দেওয়া সহ একাধিক তথ‍্য বেরিয়ে আসায় মোঃ সৈয়দ আলী এর জবাব চাইতে গেলে প্রকাশ পায় শাহীনের সুশ্রী চেহারার অন্তরালে লুকিয়ে থাকা বিভৎস‍্য চেহারা।শুরু হয় শাহীনের যত সব নাটকীয়তা ও সৈয়দ আলীর টাকা ফেরত না দেওয়ার বিভিন্ন কৌশল ও ভয়ভীতি।এক পর্যায়ে মিলটি শাহীন আলম নিজের আয়েত্বে দখল নিয়ে মুড়ি উৎপাদন করে একাই মুড়ি উৎপাদনের সব টাকা আত্মসাৎ করতে থাকে।পরে সৈয়দ আলী তার জীবনের নিরাপত্তার সার্থে ১নভেম্বর দিনাজপুর কোতয়ালি থানায় একটি জিডি করেন যাহার জিডি নাম্বার ৭৭।গত ৮ নভেম্বর মোঃ শাহীন আলম পুনরায় উপশহরের এক পাইকারি মুড়ি ব‍্যবসায়ির কাছ থেকে সৈয়দ আলীর মুড়ির মিলের টাকা বাবদ ১৭হাজার টাকা নিয়ে আসে।মোঃ সৈয়দ আলী এর প্রতিবাদ করলে শাহীন আলম সহ তার পরিবারবর্গ ও কতিপয় সন্ত্রাসী একান্তই আপনজনরা মিলে যোকশাজস করে তার মিলটি তশ্রুপ করার চেষ্টায় বিভিন্ন কৌশল অবলম্বন করে  এবং ক্ষিপ্ত হয়ে উঠে  সৈয়দ আলীর উপর।পরে সৈয়দ আলী নিরুপায় হয়ে শাহীন আলম,তার ভাই রমজান আলম সহ ৫জনের বিরুদ্ধে ৮নভেম্বর দিনাজপুর কোতয়ালি থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেন।শাহীন আলম প্রথমে সুকৌশলে তার মুড়ি উৎপাদনের মেধাকে পুজিঁ করে বিভিন্ন ব‍্যবসায়িকে কাছে টেনে কয়েকদিন যেতে না যেতেই তার স্বার্থ হাসিল হয়ে গেলেই পরে নিজেকে একসময়ের কথিত শীর্ষ সন্ত্রাসী আরমান বিশ্বাসের মামা বলে  জাহির করে বিভিন্ন  ভয়ভীতি প্রদর্শন করে ব‍্যবসা থেকে বিতারিত করেন।যার দৃষ্টান্ত ইতিপূর্বে মোঃ শাহীন আলম ময়মনসিং জেলার সিরতা এলাকার মৃত নারায়ন চন্দ্র বসাকের ছেলে সুমন চন্দ্র বসাক ও দিনাজপুর শহরের ৫নং উপশহর এলাকার মৃত আব্দুল বাসেদ এর ছেলে মোঃ আরিফ হোসেন ও তার খপ্পরে পরে সর্বশান্ত হয়ে গিয়েছে। শাহীন এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবারবর্গ।যেন ভবিষ‍্যতে আর কোন ব‍্যবসায়ি সরল বিশ্বাসে তার প্রতারনার ফাঁদে পরে সর্বশান্ত না হয়।
Facebook Comments Box

Posted ৪:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins