| সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট
(অজিত বনিক)
কৃষ্ণ কলি, শুন তোমায় বলি
কবি গুরুর প্রেমের আলোয় তোমাকে অঞ্জলী,
কালো হরিণ চোখে তোমার করুন মায়ার খেলা
মেঘলা দিনের মাঠে ঘাটে উদাস সারা বেলা,
কাজল অাঁকা কালো মেয়ের নয়ন যূগল ভুরু
দেখে তোমায় কবি হৃদয় করছে উড়ূ উড়ু,
গাঁয়ের মেঠো পথে পথে ঘোমটা খুলে চলো
কালো হরিণ চোখে তোমার জ্বলে প্রেমের আলো,
কালবৈশাখীর ঝড়ের মাঝে হলো তোমার দেখা
বৃষ্টি স্নানে শ্যামা মেয়ে নাচছে একা একা,
মনের গভীর ঢেউ খেলে যায় কৃষ্ণ কলির ছায়া
কালো মেয়ের মুখটি জুড়ে অসীম দুঃখের মায়া,
বোশেখ গেল জৈষ্ঠ্য গেল আষাঢ় এল বনে
কালো মেয়ে নৃত্য করে পরাণ সখির সনে,
লজ্জা রাঙ্গা কৃষ্ণ কলির চোখটি টলমল্
ময়না পাড়ার মাঠে বসে ফেলছে চোখের জল,
কুচবরণ কৃষ্ণ কলি রূপে অনন্যা
মায়া হরিণ চোখে খেলে প্রেমের বন্যা।।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।