
অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 37 বার
কুড়িগ্রাম খবরের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবরের ২৭ বছর পদার্পন, উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, সাবেক সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রোকনুদৌল্ল্যা, হারুন-অর-রশিদ লাল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, আশির দশকের ছাত্রনেতা এমদাদ হোসেন ও কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় বলেন, জেলা শহর থেকে প্রকাশিত হওয়া একটি পত্রিকার ২৭ বছরে পা রাখাটা গৌরবের। দৈনিক কুড়িগ্রাম খবরের আরো দীর্ঘ পথ ও সাফলতা কামনা করেন তিনি। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ৬:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel