
কুষ্টিয়া প্রতিনিধি | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা। বিশেষ অতিছি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, মিরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক শফিউল ইসলাম, সহকারী শিক্ষিকা জয়শ্রী পাল, সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রমুখ।
অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশ ও জাতীর ভবিষ্যৎ। খেলা-ধুলা মানুষের মন মানষিক বিকশিত করে। তোমরা ক্রীড়া এবং শিক্ষাক্ষেত্রে ভাল অবদান রেখে দেশের মুখ উজ্জ্বল করবে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।