শনিবার ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ার মিরপুরে ধর্মীয় অপব্যাখাকারী আমিরুলের বিরুদ্ধে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪   |   প্রিন্ট

কুষ্টিয়ার মিরপুরে ধর্মীয় অপব্যাখাকারী আমিরুলের বিরুদ্ধে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি গঠন

কুষ্টিয়ার মিরপুরের নিমতলা এলাকার দারুস সালাম অনলাইন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আমিরুল ইসলামের বিরুদ্ধে ধর্মীয় অপব্যাখ্যার অভিযোগ তুলেছেন স্থানীয় আলেম উলামারা।

গত ৩ জুন ৪ জনের নাম উল্লেখ করে পাঠানো এক লিগ্যাল নোটিশে আমিরুল ইসলাম ধর্মীয় অপব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেন তারা।
তার এ লিগ্যাল নোটিশের প্রতিবাদে মঙ্গলবার ২৫ জুন বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার জামে মসজিদে সমবেত হন মিরপুর উপজেলার স্বনামধন্য কয়েক শতাধিক আলেম উলামাবৃন্দ। এ সময় তারা ধর্মীয় অপব্যাখাকারী আমিরুলের বিরুদ্ধে ঈমান আকিদা সংরক্ষণ কমিটি গঠন করেন। এতে মুফতি মাওলানা আব্দুল হান্নানকে সভাপতি ও মাওলানা আব্দুল লতিফকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নব-নির্বাচিত সভাপতি মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামের আমিরুল ইসলাম নিমতলা এলাকায় দারুস সালাম অনলাইন মডেল স্কুল নামে একটি স্কুল খুলেছেন।সেই স্কুলের ছাত্র ও অভিভাবকদের মাঝে সুকৌশলে ধর্মীয় বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা করে ও ফেসবুকে কোরান শরীফ খুলে পাঠ করে ভুল-ভাল অর্থ তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন। অথচ তিনি নিজেই শুদ্ধ করে কুরআন পড়তে পারেন না। তিনি আরো বলেন আমিরুল কুরআন মানেন কিন্তু হাদিস মানেননা। তিনি নামাজ ২/৩ ওয়াক্ত বলে প্রচার করেন। এমনিভাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিধ ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যায় লিপ্ত আছেন। এসব কারনে ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। এমনকি গত ৩ জুন স্থানীয় কয়েকজন ব্যক্তি ও আলেম ওলামার নামে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন, যা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কাজ বলে মনে হয়েছে। তাই ইসলাম ও ঈমান আকিদা সংরক্ষণ করার স্বার্থে এ কমিটি গঠন করা হলো।

Facebook Comments Box

Posted ৮:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins