
কুষ্টিয়া প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার হাউসপুরে অবস্থিত আরএইচআরবি, এমএএসবি এবং এমএএস নামীয় ৩টি ইট ভাটায় আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করায় প্রত্যকে ২ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, মিরপুর থানার এসআই এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।