কুষ্টিয়া প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ মে ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে শাহিনুল হক লিটন (৪৭) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সকালের দিকে বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহিনুল হক লিটন শহরের হাউজিং-এ ব্লক এলাকার মৃত ইজাবুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ১৮মে বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় লিটনের স্ত্রী মনিরা হক জিডি করেন। জিডিতে উল্লেখ করেন, নিখোঁজের দিন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার দিকে যান লিটন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো হদিস পাওয়া যায়নি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বাইপাস সড়কের পাশে রোজ হলিডে পার্ক সংলগ্ন খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। অর্ধগলিত মরদেহটি চেহারা দেখে চেনার উপায় নেই। মরদেহ উদ্ধারের পর তার পরিবারের সদস্যরা পোশাক দেখে শনাক্ত করেছেন। নিহতর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি ধারণা করছেন, অটোরিকশা ছিনতাই করতেই তাকে হত্যা করেছে অপরাধীরা।
Posted ৬:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।