মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট

কুষ্টিয়ার মিরপুরে ইউএনও’র বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ মিরপুরের সর্বস্তর জনগণের ব্যানারে ইউএনও’র বদলি ঠেকাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ এর প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইবি ক্লাবের মিজানুর রহমান মিজান বলেন, মিরপুর উপজেলাকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছার বদলি প্রত্যাহার করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকারি বিধি মোতাবেক উপজেলার মাসিক মিটিংকে আওয়ামী লীগের সঙ্গে মিটিং দাবি করে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। অনতিবিলম্বে তাকে মিরপুর উপজেলাতেই বহাল করতে হবে বলে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও মিরপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন সময়ে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ প্রসঙ্গে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, আসলে আমার বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে। আমি সরকারি বিধি মোতাবেক একটি আইন—শৃঙ্খলা মিটিং করেছি সেখানে চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিল। এটাকে নিয়ে আমাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিচ্ছে। আপনারা দেখেন আমি কোন দুর্নীতি অনিয়ম করেছি কিনা। একটি মহল যারা বাইরে থেকে আমাকে নিয়ে বেশ কিছুদিন ধরে চক্রান্ত করছে। আমি যদি কোন অন্যায় অপরাধ করে থাকি, অনিয়ম দূর্নীতি করে থাকি তাহলে আমার বিরুদ্ধে কর্তৃপক্ষের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। এভাবে আমার মান—সম্মান নষ্ট করে রাস্তায় কেন? আসলে তাদের অভিযোগটা কি এটাই তো আমি জানিনা। এভাবে চলতে থাকলে আমি তাদের বা এর মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins