কুষ্টিয়া প্রতিনিধি: | রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার গাইন বংশ ও সদ্দার বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সর্দার বংশের তৌহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত মোতাহার আলী সরদারের ছেলে। এছাড়াও উক্ত ঘটনায় আরো দুজন আহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বহলবাড়িয়া এলাকার সদ্দার ও গাইন বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই রেশ ধরে রবিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় সর্দার বংশের তহিদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া উক্ত ঘটনায় আরো কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে নিহতের বড় ভাই জানান, রবিবার সকালে সর্দার বংশের একজনের বাড়িতে হামলা চালিয়ে গাইন বংশের লোকজন ভাঙচুর চালায়। এ সময় সর্দার বংশের সকলে বাধা দিতে গেলে গাইন বংশের লোকজন তাদের হাতে থাকা আগ্নেয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলিয়ে চালিয়ে একজনকে তারা হত্যা করেছে।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, রবিবার সকালে খাদিমপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে গাইন ও সরদার বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছে ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে আমরা এলাকার অবস্থান করছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।