
কুষ্টিয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৭২) এক ইমাম নিহত হয়েছে। তিনি জেলার ইবি থানাধীন ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা জামে মসজিদের ইমাম।
মঙ্গলবার সকালে ফজরের নামাজ শেষে পায়ে হেটে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী পাথর বোঝাই ট্রাকের (কুষ্টিয়া-ট-১১-২৬৩৯) ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনগণ ঘাতক ট্রাকসহ চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গ প্রেরণ করেন। ইবি থানার ওসি মেহেদী হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
Posted ২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।