রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 57 বার
শুক্রবার সকালের দিকে কুষ্টিয়ায় শহরের কবি আজিজুল সড়কস্থ আড়ুয়াপাড়া এলাকায় শালা আলমগীরের হাতে দুলাভাই সিরাজ মোল্লা (৪০) নামের এক ব্যাক্তি খুন হয়েছে। মসলা বাটার শিল পাটার আঘাতে সিরাজ মোল্লার মৃত্যূ হয়েছে বলে জানা গেছে । নিহত সিরাজ মোল্লা কুষ্টিয়া শহরের মিলপাড়ার এলাকার কাশেম মোল্লার ছেলে বলে জানা গেছে। জানা গেছে, সকালের দিকে বোনের বাসা বেড়াতে আসেন তার ভাই আলমগীর হোসেন। এর তার বোন ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাড়ির বাহিরে যান। বাড়ীতে এসে দেখে তার স্বামী সিরাজ মোল্লা রক্তাক্ত অবস্থায় বিছানাগত হয়ে পড়ে আছেন। পরে তাকে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক শত্রুতার জের ধরে এ ধরনের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে এখন পর্যন্ত আলমগীরকে আটক করতে পারেননি। তাকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ৮:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel