রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | পড়া হয়েছে 125 বার
কুষ্টিয়ার দৌলতপুর থানার মাদক (ফেন্সিডিল) মামলায় রাসেল সরদার ও রুবেল প্রামানিক নামের দুই মাদক ব্যবসায়ীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত এবং একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাদেরকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ৮:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel