রফিকুল ইসলাম, কুষ্টিয়া : | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 94 বার
শনিবার (০৩রা ডিসেম্বর, ২০২২ইং) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কস্থ ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাজ্জাদ হোসেন পিন্টু (৫১) ও শারমিন আক্তার (২৫) নামের ০২জন মোটরসাইকেলেরর আরোহী নিহত হয়েছে।
নিহত পিন্টু কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে ও নিহত অপরজন শারমিন আক্তার কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী ।
এ বিষয়ে কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার পরিদর্শক দেবব্রত রায় জানান, আজ ৩ ডিসেম্বর সকালে কুষ্টিয়া থেকে সাজ্জাদ হোসেন পিন্টু এবং তার আত্মীয় শারমিন মোটরসাইকেলে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে বাহিরচর এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় মোটরসাইকেল চালক সাজ্জাদ মারা যান ও শারমিন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৯:৫৪ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel