
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে ৭৪টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ্য ১৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধারকৃত ৭৪ টি মোবাইল ফোন ও নগদ ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ অর্থ বুঝে পেয়ে ভুক্তভোগীদের মুখে হাসি ফুটেছে।
তারা বলেন, সত্যিই অবিশ্বাস্য হারিয়ে যাওয়া টাকাও যে ফেরত পাওয়া যায়। আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোন এভাবে ফিরে পাবো তা কখনো বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনী সত্যিই প্রশংসার দাবি রাখেন। বাংলাদেশের পুলিশ বাহিনী যে স্মার্ট হচ্ছে তা প্রমাণ করে দিলেন বর্তমান কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।
এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, আপনারা কেউ চোরাইকৃত মোবাইল ফোন কিনবেন না। বিকাশ, নগদ, রকেট হতে প্রতারণার শিকার হলে অবশ্যই মামলা করবেন আমরা সেটা আন্তরিকভাবে উদ্ধার করার জন্য কাজ করে যাব।
Posted ৭:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।