শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কুষ্টিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

বাবলুর রঞ্জন বিশ্বাস, কুষ্টিয়া   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

কুষ্টিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন

কুষ্টিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১২ টায় শহরের পাঁচ রাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি শাহাজাহান আলী, সদস্য রফিকুল আলম, মিজানুর রহমান লাকী, খোন্দকার আমানুল্লাহ, নজরুল ইসলাম, অশোক সাহা, তারিকুল হক তারিক, আক্তারী সুলতানা, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর রায়হানুল ইসলাম, ব্র্যাক জেলা কর্মকর্তা অমরেশ চন্দ্র দাস, এফপিএবি’র জেলা কর্মকর্তা কে এ সৈকত, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি শাহীনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীদারদের একযোগে কাজ করতে হবে। মানববন্ধনে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যমান জ্বালানি মহাপরিকল্পনা ‘ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩)’ অনতিবিলম্বে বাতিল করা এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং জ্বালানি মিশ্রণে নবানয়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি-এমন মূলনীতির ওপর ভিত্তি করে নতুন একটি মহাপরিকল্পনা তৈরি ও কার্যকর করা, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়ায় তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি করাসহ ১২টি সুপারিশ উপস্থাপন করে। মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins