রফিকুল ইসলাম, কুষ্টিয়া : | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 49 বার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবাসহ শুক্রবার রাতে আলিম প্রামাণিক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র্যাব -১২। তাকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃত আলিম প্রামাণিক একই এলাকার বিলাই প্রামাণিকের ছেলে।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মহসিন হোসাইন জানান, শুক্রবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবাসহ আলিম নামের একজন মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া র্যাব -১২ আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেছেন । ইতিঃমধ্যে কুমারখালী থানায় আলিমের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel