রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহারপুর গ্রামে সোমবার রাতের আঁধারে কৃষকের ১২ কাঠা জমির পেঁয়াজ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মোমিন মন্ডল বলেন, এ বছর তিনি ৩২ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। প্রতিদিনের মত সকালে মাঠে গিয়ে দেখেন তার প্রায় ১২ কাঠা জমির পেঁয়াজের গাছ উপড়ে ফেলা হয়েছে। তিনি আরও জানান, তার কোন শত্রু নাই, কিন্তু কেন পেঁয়াজের ক্ষেত বিনষ্ট করা হয়েছে সেটা তার বোধগম্য নয়।
তিনি আরও জানান, ১২ কাঠা জমিতে বপন করা পেঁয়াজ প্রায় (৪০-৫০) হাজার টাকা বিক্রি করতে পারতাম । সুবিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দিবেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলার বাগুলাট ইউপি চেয়ারম্যান আজিজুল হক নবা বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্থ কৃষক তাকে পেঁয়াজ ক্ষেত তছরুপের বিষয়টি জানিয়েছেন। তিনি কৃষককে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস জানান, খবর পেয়েছেন। খোঁজ নিতে ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।