রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 46 বার
কুষ্টিয়ার কুমারখালীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর চরিত্র সম্পর্কে কটুক্তিকারী ‘চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক আবু সালেহ (৫০) নামের একজনকে বুধবার (২২ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার কয়া এলাকা থেকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী, ২০২৩-ইং) বিভিন্ন অবিভাবকদের সামনে প্রধান শিক্ষক মহানবী (সাঃ)-কে কটুক্তি করায় কয়া ইউনিয়নের একই এলাকার এনামুল হক বাদী হয়ে কুমারখালী থানায় রাতে মামলা করেন।
এনামুল হক জানান, ‘চাইল্ড হ্যাভেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক আবু সালেহ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বোরকা পরা নিষিদ্ধ ও ক্যাপ পরতে উদ্বুদ্ধ করার প্রতিবাদে মঙ্গলবার কয়েকজন অবিভাবকবৃন্দ বিদ্যালয়ে গিয়ে আল্লাহর বিধান ও মহানবী (সাঃ)-এর শিক্ষা থেকে ছাত্রীদের কেন দুরে সরানো হচ্ছে প্রশ্ন করলে প্রধান শিক্ষক মহানবী (সাঃ) সমন্ধে কটুক্তি ও কোরআন সম্পর্কে বিভ্রান্তমুলক কথা বলেন এবং তাদের সাথে অসদাচরণ করেন। পরবর্তীতে অবিভাবকরা বিষয়গুলো এলাকায় জানালে ধর্মপ্রাণ মুসলমানেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও ও প্রধান শিক্ষকের বিচার দাবী করেন। এছাড়াও একজন অবিভাবকের স্বীকারোক্তির ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে । বিষয়টি তার নজরে এলে একজন মুসলমান হিসাবে মুনাফিক এর শাস্তির দাবীতে মামলা করেছেন বলে জানান তিনি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন হোসাইন জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করায় মঙ্গলবার রাতে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্থানীয় এক ধর্মপরায়ন ব্যাক্তি। পরে বুধবার ভোরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৪২ অপরাহ্ণ | বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel