রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 165 বার
কুষ্টিয়ার কুমারখালীতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর । শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিলন ও তার পরিবারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলার পৌরসভার তেবাড়িয়া এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতের কাপড় (হুডি ও ট্রাউজার) বিতরণ করা হয়। এসময় পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিলন বলেন, আমি ও আমার ভাইদের উদ্যোগে দীর্ঘদিন ধরে গরিব দুস্থ অসহায় মানুষের শীতবস্ত্র, ঈদের সময় প্রয়েজনীয় ঈদ বাজার, কাপড়, বিতরণ করে আসছি। এছাড়াও আমরা করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, তেল, লবণ, আলু পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেছি। আমি এবং আমার পরিবারের অন্যান্য সদস্যরা সবসময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। সকলের দোয়াতে আমরা আমাদের এমন কার্যক্রম আগামীতেও অব্যহত রাখতে চাই।
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় কবিতা পরিষদের সাবেক অর্থ সম্পাদক কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও নাট্যকার লিটন আব্বাস, ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের যুগ্ম সম্পাদক কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মোশারফ হোসেন চৌধুরী রাসেল ও কুমারখালী সংগীত বিদ্যালয়ের পরিচালক জিয়াউর রহমান মানিকসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ৯:২০ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel