রফিকুল ইসলাম, কুষ্টিয়া : | শনিবার, ২৬ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 25 বার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ৪০ বছরের বসতি রিফান বিশ্বাস (৬৫) নামের এক নিঃসন্তান বৃদ্ধের বসতি উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ রয়েছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। উক্ত পরিবার দ্বারা নিঃসন্তান বৃদ্ধ রিফান ও তার স্ত্রী প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী রিফান বিশ্বাস জানান, ৪০ বছর যাবত তিনি জিকে ক্যানালের জায়গায় বসবাস করছি । তার দুটি সন্তানই মারা যাওয়ায় তিনি ও তার স্ত্রী পশু পালন ও মাঠে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছি । তিন বছর পূর্বে জিকে ক্যানালের সরকারি জায়গা তিনি যেখানে ভোগদখল করছেন তার পিছনে স্থানীয় মৃত আতর আলীর ছেলে ওসমান ও আমিরুল জমি কিনে বাড়ি করে। জিকে ক্যানালের প্রায় ৮০ ফুট রাস্তা সংলগ্ন জায়গা তার ভোগদখলে থাকার কারণে ওসমানদের বাড়ি থেকে রাস্তায় পৌঁছানোর কোন জায়গা ছিলনা। যে কারণে স্থানীয়ভাবে রিফান বিশ্বাসের দখলীয় জায়গার পূর্ব দিকে ১২ ফুট প্রসস্ত জায়গা দিতে বলা হলে তিনি মেনে নেন। কিন্তু ওসমান ও আমিরুল কোন সিদ্ধান্ত না মেনে রিফানের জায়গার মাঝখান দিয়ে যাতায়াত করতে থাকে এবং প্রতিবাদ করলে মারধর করে বলে তিনি জানান। এক পর্যায়ে ওসমান ও আমিরুল, রিফানের বিরুদ্ধে আদালতে মামলা করলে মামলার রায়ে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দেয় আদালত। উক্ত আদেশ কার্যকর করতে থানাকে নির্দেশ দেন। থানায় উভয়কে ডাকা হলে ওসমানরা হাজির হননি। গত রোববার রিফান বিশ্বাস তার দখলীয় জায়গা থেকে বাঁশ কাটতে গেলে ওসমান, আমিরুল ও আমিরুলের ছেলে আরজু তাদের দুজনকে বেধড়ক মারপিট করে আহত করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান। অসহায় রিফান বিশ্বাস তাদের জীবনের নিরাপত্তার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান।
এ বিষয়ে নির্যাতনকারী ওসমান জানান, তাদের কেনা জমির সামনের জমি তাদের এটাই আইন। রিফান বিশ্বাস ৪০ বছর দখলে আছেন এমন প্রশ্নের উত্তরে জানান, ২৫-৩০ বছর হতে পারে। ওসমান ঔদ্ধত্যের সাথে উল্লেখ করেন কোনভাবেই জমি রিফানকে ভোগদখল করতে দিবেননা এবং কে তাকে রক্ষা করে সেটা দেখে নিবেন বলে চ্যালেঞ্জ করেন।
কুমারখালী উপজেলার বাঁধবাজার ক্যাম্প ইনচার্জ এস.আই শামীম সর্দার জানান, ওসমান ও আমিরুল দীর্ঘদিন যাবত রিফান বিশ্বাসের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে এটা সঠিক। বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে, কিন্তু ওসমানদের পরিবারের সবাই বেপরোয়া। তবে তাদের আইনের আওতায় আনতে রিফান বিশ্বাসকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel