
মোঃ আব্দুল আজিজ | রবিবার, ২৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা শুরু হয়েছে। শনিবার উপজেলার হলোখানা ইউনিয়ন কার্যলয়ে ১,২ও ৮ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ২৭শ ১০ জন কার্ডধারী পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।ইউনিয়নের ৩ নং ওয়ার্ড, ৪ নং ওয়ার্ড,৫ নং ওয়ার্ড, ৭ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের বাকি অসহায় দুঃস্থ ৫ হাজার ২শ ৭৯ জন কার্ডধারী পরিবারের মাঝে ২৩ মার্চ এবং ২৪ মার্চ ইউনিয়ন পরিষদের বর্ণিত সময়ে ভিজিএফের চাল বিতরণ করা হবে।
শনিবার উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ ভবনে ভিজিএফ চাল বিতরণ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়াম্যান মোঃ রেজাউল করিম রেজা,ইউপি সচিব মোঃ আনিছুর রহমান সহ ইউপি সদস্য গণের উপস্থিতে সুষ্ঠুভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ঈদের আগে সরকারী চাল পেয়ে খুশি হয়েছেন অসহায় মানুষেরা।
ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা সাংবাদিকদের জানান, “আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা অসহায় ও দরিদ্র পরিবারের জন্য অনেক উপকারে আসবে। আমরা প্রকৃত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি, যাতে কেউ বঞ্চিত না হয়।”
Posted ১১:১৬ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।