রিপোর্টার খোরশেদ আলম | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
আশুলিয়ায় করোনাকালে ব্যবসা মন্দা যাওয়ায় ঋনের চাপে আত্মহত্যা করেছে হারুন মিয়া (৫০) নামের এক হোটেল ব্যবসায়ী। বুধবার (৭ জুলাই) দুপুরে আশুলিয়ার ধলপুর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন মিয়া (৫০) মানিকগঞ্জ জেলার ঘিওর থানার রাধাকান্তপুর এলাকার বাসিন্দা। সে স্ত্রী-সন্তান নিয়ে আশুলিয়ার ধলপুর এলাকার জান্নাতুল ফেরদৌসের বাড়িতে ভাড়া থাকতো বলে জানা যায়। নিহতের স্বজনরা জানায়, করোনার কারণে হোটেল ব্যবসা মন্দ যাচ্ছিল তার। যে কারণে ঋণের টাকা দিতে পারছিল না সে। টাকা দিতে না পারায় সবার সামনে তাকে অপমান অপদস্ত করেন ঋন দাতারা। পরে সেই অপহমান সহ্য করতে না পেরে ভোর রাতে আত্মহত্যা করে সে। পরে পুলিশে খবর দিলে, পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী দেশ রূপান্তরকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।.
Posted ৭:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।