কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র উদ্যোগে জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের ফিসারী রোডের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদ’র আহবায়ক এস.এম তারেক নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালের নতুন সংবাদ ডটকম এর সম্পাদক খাইরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), সংবাদ সংকেত ডটকম এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোবারক হোসেন (যুগ্ম আহ্বায়ক) দেশান্তর ডটকমের সহ-সম্পাদক এ এম উবায়েদ (সদস্য) সমন্বয় ডটকমের সম্পাদক আব্দুল রব (সদস্য), শুরূক সংবাদের নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ (সদস্য), দৈনন্দিনচিত্র ডটকমের সহকারী সম্পাদক মোস্তফা শাওন (সদস্য) ও কিশোরগঞ্জ বার্তা ডটকমের সম্পাদক এস এম রিফাত (সদস্য)। উক্ত অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের উপর আলোচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠান টি সমাপ্ত ঘোষণা করা হয়।