• শিরোনাম

    কিশোরগঞ্জ জেলা পরিষদে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

    অনলাইন ডেস্ক বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

    কিশোরগঞ্জ জেলা পরিষদে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

    apps

    শান্ত বণিক: কিশোরগঞ্জ জেলা পরিষদের রাজস্ব বাজেটে গৃহীত প্রকল্পের আওতায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তৃতীয় অংশের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহবুব উর রহমান।

    জানা যায়, এ কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।

    উদ্বোধনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহবুব উর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুধা ও দারিদ্র্যতামুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার কর্মপ্রচেষ্টার অংশ হিসেবে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এ কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ