নিজস্ব প্রতিনিধি | রবিবার, ১৮ জুলাই ২০২১ | প্রিন্ট
আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে রবিবার ( ১৮ জুলাই) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বড় বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা এবং জেলা প্রশাসক কিশোরগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রজ্ঞণ বণিক ও সদর থানা পুলিশের এস আই রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল, ঔষধের দোকান ও কাপড়ের দোকান পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০২ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ষোল হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এবং ভবিষ্যতে এমন কার্য সংঘটিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণ মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সচেতন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দেলোয়ার হোসেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।