• শিরোনাম

    কিশোরগঞ্জে প্রাথমিক চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    এ. এম. উবায়েদ, নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 256 বার

    কিশোরগঞ্জে প্রাথমিক চক্ষু বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    apps

    রুরাল মেডিকেল এসোসিয়েশানের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)
    দিনব্যাপী কিশোরগঞ্জ জেলা শহরের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রাথমিক চক্ষু
    বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    রুরাল মেডিকেল এসোসিয়েশানের (জগঅ) সভাপতি ডা: সেলিম জাবেদের
    সভাপতিত্বে প্রাথমিক চক্ষু বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
    থেকে চক্ষু বিষয়ের উপর বিশদ আলোচনা করেন চক্ষু সার্জন ডা: মো: আবিদ
    আকবর।
    অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক
    শফিক কবির, রুরাল মেডিকেল এসোসিয়েশানের (জগঅ) সাধারন সম্পাদক
    দেলোয়ার হোসেন, ইব্রাহিম খলিল প্রমুখ। সেমিনারে রুরাল মেডিকেল
    এসোসিয়েশানের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৬:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ