নিজস্ব প্রতিনিধি | বুধবার, ১৫ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 23 বার
বুধবার (১৫ মার্চ) ‘নিরাপদ জ্বালানি ভোক্তাবান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি চিকিৎসক দীন মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক এস এম তারেক আনাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারি পরিচালক হৃদয় রঞ্জন বনিক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কিশোরগঞ্জ ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি’সহ বিভিন্ন ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মী।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ৪:৩১ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel