অনলাইন ডেস্ক | রবিবার, ১১ জুলাই ২০২১ | পড়া হয়েছে 168 বার
নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ কে এম হুল আমিন খানের উদ্যোগে করোনাকালীন পরিস্থিতিতে রবিবার (১১ জুলাই) বৃহস্পতিবার নিম্নআয়ের লোকজনের রান্না করা খাদ্য বিতরণ করা হয়।
কিশোরগঞ্জ শহরের নগুয়া মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আনোয়ার কামাল, শেখ ফরিদ আহম্মেদ, পৌর মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ৯:০৫ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel