• শিরোনাম

    কিশোরগঞ্জে তরমুজ আড়তে অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা

    এ. এম. উবায়েদ, নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ | পড়া হয়েছে 306 বার

    কিশোরগঞ্জে তরমুজ আড়তে অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা

    apps

    পবিত্র রমজান এ অন্যতম কৃষি পণ্য তরমুজ এর দাম ভোক্তার নাগালের বাইরে চলে যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ মঙ্গলবার (২৭ এপ্রিল) জেলা সদরের স্টেশন রোড এলাকায় তরমুজ আড়তে তদারকি অভিযান পরিচালনা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও জেলা প্রশাসকের তত্ত¡াবধানে পরিচালিত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক হৃদয় রন্জ্ঞন বণিক। অভিযান এ সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব ফারজানা খান। সদর থানা পুলিশের এস আই রুকন উদ্দিন এর নেতৃত্বে জেলা পুলিশ লাইনের একটি তদারকি টিম। অভিযানে অর্থ দন্ড করা হয় মেসার্স নরসুন্দা ফল ভান্ডার-ছয় হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ- ছয় হাজার টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজ- চার হাজার টাকা, কাচারি বাজারের মেসার্স জামাল তরমুজের দোকানএক হাজার টাকা, জুমোন মিয়ার ফলের দোকানকেএক হাজার টাকাসহ মোট আঠার হাজার টাকা জরিমানা করা হয়।

    বাংলাদেশ সময়: ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ