নিজস্ব প্রতিনিধি | রবিবার, ০২ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
কিশোরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২ জানুয়ারী) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাক সরকার, জেল সুপার বজলুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক শাহনাজ পারভীন, শহর সমাজসেবা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, হাসপাতাল সমাজসেবা অফিসার জুবায়ের ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, সরকারি শিশু পরিবার (বালিক) এর উপ-তত্ত্বাবধায়ক তাসফিয়া তানজিম স্নিগ্ধা। আলোচনা সভা শেষে ২২ জন প্রতিবন্ধীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা হতে আগত স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ০২ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।