নিজস্ব প্রতিনিধি | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জে কালের নতুন সংবাদ.কমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে (০১ সেপ্টেম্বর) বুধবার সকালে কিশোরগঞ্জ সমবায় ভবন প্রবীণ হৈতিষী সংঘ মিলনায়োতনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সাংবাদিক দৈনিক শতাব্দীর কন্ঠের সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কালের নতুন সংবাদ.কমের সম্পাদক খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল মহিউদ্দিন ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মাছুমা আক্তার,কিশোরগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাপ্তাহিক শুরূক ও শুরূক সংবাদ.কমের সম্পাদক হাকীম ফজলুর রহমান, দৈনিক আলোচিত কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, সাপ্তাহিক শুরূকও শুরূক সংবাদ.কমের নির্বাহী সম্পাদক মোঃ সাইফুল্লাহ (সাইফ), তাড়াইল অনলাইন প্রেসকাবের সভাপতি ছাদেকুর রহমান রতন, দৈনিক ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মস্তোফা শাওন, ইটনা প্রেসকাবের সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নিউজ পোর্টাল সম্পাদক পরিষদের যুগ্ম আহব্বায়ক এ এম উবায়েদ রনি, কলকাতা টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি আঃ রউফ, তৃষ্ণা সমাজ কল্যাণের চেয়ারম্যান তারেক আহমেদ, অনুষ্ঠানটির শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মুহা. রহমাতুল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি ও কলামিস্ট সাদেক আহমেদ।
Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।