অনলাইন ডেস্ক | শনিবার, ১০ জুলাই ২০২১ | পড়া হয়েছে 165 বার
এ. এম. উবায়েদ, নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন কিশোরগঞ্জের সিভিল সার্জনের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন ।
সিভিল সার্জন কার্যালয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান এর কাছে জেলার বিভিন্ন হাসপাতালের ডাক্তারদের মাঝে বিতরণের জন্য দশহাজার দুইশত টি এন ৯৫ মাস্ক, তিপ্পান্ন হাজার সারজিকাল মাস্ক, ৮৯৫ টি পিপিই ও ৪০০ টি সুরক্ষা চশমা হস্তান্তর করেন। এসব সামগ্রী বিতরণকালে রাসেল আহমেদ তুহিন সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে করোনা মোকাবেলায় সচেতন হতে আহ্বান করেন।
রাসেল আহমেদ তুহিন বলেন, করোনা সংক্রমণ রুখতে সকলকে সরকার কতৃক বেধে দেয়া বিধিনিষেধ মেনে চলতে হবে। এই মহামারীতে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ভাই-বোনদের অবদান ইতিহাসের সোনালি অক্ষরে লিখা থাকবে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, রাষ্ট্রপতি পুত্র রাসেল আহমেদ তুহিন করোনা মহামারীতে স্বাস্থ্য সেবায় নিয়োজিতদের কথা চিন্তা করে যে সুরক্ষা সামগ্রী উপহার দিলেন তার জন্যে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশ সময়: ৬:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel