তাড়াইল, কিশোরগঞ্জ: | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারেক মাহমুদ এর বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং অফিসার্স ক্লাব আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি, তাড়াইল থানার সাবেক পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান, ধলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, দামিহা ইউপি চেয়ারম্যান মনিরুল হক আজহার, তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম খান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলমের সঞ্চালনায় উক্ত বিদায় সংবর্ধনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, সাংবাদিক রবীন্দ্র সরকার সহ উপজেলায় কর্মরত সকল শ্রেণির কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত বিদায় অনুষ্ঠানে উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব এবং নূর অটিজম বিদ্যালয় কর্তৃক বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। উল্রেখ্য, মো.তারেক মাহমুদ বিগত দুই বছর চার মাস তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থেকে ফরিদপুর জেলায় বদলী হন।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।