রিপোর্টার খোরশেদ আলম | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | প্রিন্ট
অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ওসি রফিকুল ইসলাম(তদন্ত), বিগত 8 বছরের সফল দায়িত্ব পালনের মধ্যে অনেকটা স্বেচ্ছায় কাশিমপুর থানার ছেড়ে বদলি হয়ে চলে গেলেন মানবিক এই পুলিশ কর্মকর্তা।
কোন পুলিশ কর্মকর্তার বিদায়ে মানুষ যে আবেগে অশ্রু বিসর্জন দিতে পারে, কাশিমপুরের মতো জায়গায় সেই দৃষ্টান্তই রেখে গেলেন তিনি।
কাশিমপুর বাসীর জন্য বাস্তব প্রমাণ করে গেলেন ওসি রফিকুল ইসলাম(তদন্ত)গতকাল ৮/০৬/২০২১ ইং তারিখে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কাশিমপুর বাসীর জন্য পথ প্রদর্শক ছিলেন তিনি, কাশিমপুর ছিল এক সময় মাদকের আস্তানা, যে কাশিমপুর সন্ত্রাসীদের দৌরাত্ত,যে কাশিমপুর ছিল মারামারি ছিনতাই নিত্যদিনের ঘটনা সেই কাশিমপুর থানা হওয়ার পর ওসি রফিকুল ইসলাম(তদন্ত) হিসেবে যোগদান করেন। থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন , তিনি বলে ছিলেন মাদক মুক্ত কাশিমপুর থানা করব এটা আমার প্রথম চ্যালেঞ্জ, তিনি মাদক মুক্ত করেছেন কাশিমপুর কে সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি, ছিনতাই সহ সব কিছুই তিনি বন্ধ করেছেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, আমরা আজ একজন অভিভাবক কে হারাতে চলেছি, আজ আমরা অভিভাবক ছাড়া হতে চাচ্ছি। ওসি রফিকুল ইসলাম (তদন্ত) এমনই একজন মানুষ ছিলেন যে, তার ভেতরে কোন প্রকার হিংসা অহংকার ছিলনা, অনেকেই বলেছেন আমরা থানায় গেলে সব সময়ই সুন্দর ভাবে আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন, সব সময় হাসি মুখে কথা বলেছেন, কখনো দেখি নাই কারো সাথে রাগ করে কথা বলতে।
একজন অসামান্য, মানবিক ও সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে ও মানবিক গুণাবলির কারণেই স্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে ওসি রফিকুল ইসলাম(তদন্ত)। মতো বাংলাদেশের প্রত্যেকটি থানায় এরকম মানবতার অফিসার তৈরি হলে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এই প্রিয় ব্যক্তি যেখানেই থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা সকলের। তার জন্য দোয়া ও অনেক ভালোবাসা কাশিমপুর বাসি সহ সারা দেশবাসীর পক্ষ থেকে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন কাশিমপুর থানার সর্বস্তরের জনগণ।
বিদায় সম্পর্কিত জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম(তদন্ত) বলেন আমাদের চাকুরীর নিয়মই হলো কোথাও স্থায়িত্ব নয় যখন যেখানে আদেশ আসবে সেখানে যোগদান করতে হবে। তবে আমি যথাযথ চেষ্টা করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাসাধ্য পালন করতে। কাশিমপুর বাসি যে ভালোবাসা দিয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ কোন দিন ভুলবো না কাশিমপুর বাসীকে।
এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি মাহাবুবে খোদা কাশিমপুর থানা, উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, উপ-পুলিশ পরিদর্শক সাইফুর রহমান মুন্সি, উপ-পুলিশ পরিদর্শক মাহাবুব সহ অন্যান্য কর্মকর্তা সহ কাশিমপুর থানায় কর্মরত সকল পুলিশ সদস্য। তার নতুন কর্মস্থল কোনাবাড়ী থানা।
কাশিমপুর থানার একাধিক পুলিশ অফিসার বলেন এমন সৎ ও কর্তব্যপরায়ন পরোপকারী পুলিশ কার্মকর্তা বাংলাদেশ পলিশ বাহিনীর জন্য গর্ব ।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।