• শিরোনাম

    কাশিমপুর থানা  প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মাহবুবে খোদার আয়োজনে  অগ্নি নির্বাপন বিষয়ে সংক্ষিপ্ত   প্রশিক্ষণ  

    রিপোটার খোরশেদ আলম  | শনিবার, ২৬ জুন ২০২১ | পড়া হয়েছে 115 বার

    কাশিমপুর থানা  প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মাহবুবে খোদার আয়োজনে  অগ্নি নির্বাপন বিষয়ে সংক্ষিপ্ত   প্রশিক্ষণ  

    apps

    গাজীপুরের   কাশিমপুর থানায় ( ২৬ জুন) সকাল ১১.০০ ঘটিকার  অফিসার ইনচার্জ  জনাব মাহবুবে খোদার আয়োজনে কাশিমপুর  থানা প্রাঙ্গনে অগ্নি নির্বাপন বিষয়ে সংক্ষিপ্ত   প্রশিক্ষণ  ও অগ্নি নির্বাপন মহড়াও কর্মশালায়  কাশিমপুর থানার অফিসার ফোর্স সহ কাশিমপুর  থানার বিভিন্ন  শিল্প প্রতিষ্ঠানের  অগ্নি নির্বাপন  কর্মীগন অংশগ্রহণ  করেন ।  কাশিমপুর মিনি ফায়ারস্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর  জনাব মিরাজুল ইসলাম, জনাব আবু ইউসুফ, ব্যবস্থাপক,  ফায়ার& সেফটি,  ডিবিএল গ্রুপ, জনাব খালিদ হাসান,  সহ-ব্যবস্থাপক, ফায়ার& সেফটি, জিএমএস নীট কম্পোজিট লিঃ প্রশিক্ষণ  প্রদান করেন । উক্ত কর্মশালায়  প্রশিক্ষকবৃন্দ আকস্মিক  অগ্নিকান্ড মোকাবেলায়  বিভিন্ন করনীয় বিষয় সর্ম্পকে আলোচনা করেন । এসময় তারা হাতের কাছে থাকা সরঞ্জাম  দিয়ে অগ্নিকান্ড মোকাবেলা এবং ফায়ার স্ট্যাংগুইসার ব্যবহারের নিয়ম এবং হাতে-কলমে  ব্যবহার শেখান। অংশগ্রহণকারী পুলিস সদস্যগণ আগ্রহ  সহকারে হাতে কলমে অগ্নিকান্ড মোকাবেলা সংক্রান্তে  বিভিন্ন  বিষয়ে শিক্ষা  গ্রহণ করেন এবং তারা আকস্মিক  অগ্নিকান্ড মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন ।

    বাংলাদেশ সময়: ২:৩০ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ