খোরশেদ আলম | বুধবার, ২৩ জুন ২০২১ | প্রিন্ট
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুরে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন । তারই ধারাবাহিকতায় প্রথম দিনেই লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে কাশিমপুর থানা পুলিশ। কাশিমপুর থানার অফিসার্ ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায় সাধারণ মানুষকে ঘরমুখী ও যান চলাচলের কঠোর ব্যবস্থা নেওয়ার দৃশ্য চোখে পড়েছে, মোল্লা মার্কেট, রৌশন মার্কেট, কাশিমপুর বাজারে দেখা গেছে পুলিশের ব্যাপক তৎপরতা সাধারণ মানুষকে ঘরমুখী করতে তারা আপ্রাণ চেষ্টা করছে।
ওসি মাহবুবে খোদা জানান প্রথম থেকে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম সারি থেকেই প্রাণ পণ চেষ্টা করছে সামাজিক দূরত্ব বজায় রাখা মাক্স ব্যবহার করতে বলা এবং সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার। তিনি আরো বলেন গত শুক্রবার কাশিমপুর থানার ৬টি ওয়ার্ডের ইমামদের মাঝে ৮ হাজার মাক্স বিতরণ করা হয়েছে যাতে করে করোনা ভাইরাস মোকাবেলা করা যায়। এদিকে গাজীপুরে ২৪ ঘন্টায় ৪৩ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে এ নিয়ে জেলাতে ১১ হাজার ৯৮০ জন আক্রান্ত হয়েছে এবং জেলাতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১০ হাজার ৫৭১ জন।
Posted ১২:৫২ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।