• শিরোনাম

    কাশিমপুর থানার অফিসার ইন্চার্জ মাহবুবে খোদা নিজ উদ্যোগে সাংবাদিকদের মাঝে মাক্স বিতরণ

    অনলাইন ডেস্ক শনিবার, ২৬ জুন ২০২১

    কাশিমপুর থানার অফিসার ইন্চার্জ মাহবুবে খোদা নিজ উদ্যোগে সাংবাদিকদের মাঝে মাক্স বিতরণ

    apps

    শুক্রবার (25 জুন) কাশিমপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা মহামারী করোনা ভাইরাস থেকে স্বাস্থ-সুরক্ষার কথা চিন্তা করে মাক্স  দিলেন কাশিমপুর প্রেসক্লাবে ।গত ২০/০৬/২০২১ তারিখ কাশিমপুর থানার ৬ টি ওয়ার্ডের মসজিদের ঈমাম নেতৃবৃন্দের কাছে বিতরণ ও জন সচেতনতার  জন্য ৮,০০০ হাজার  মাক্স বিতরণ করেন ।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন সাংবাদিক ভাইদের জন্য আমার এই ক্ষুদ্র উপহার ।

    কাশিমপুর প্রেসক্লাবে সভাপতি মোঃ মনির মন্ডল বলেন  গাজীপুর  মেট্রোপলিটন  পুলিশের কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুবে খোদার নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিটি নির্দেশনা  মোতাবেক করোনা মহামারী  মোকাবেলায় কাজ করে চলেছে । কাশিমপুর থানার এই মানবিক পুলিশ অফিসার শুধু সাংবাদিক নয় সাধারণ জনগন এতিম শিশুদের দেখাশুনার দায়িত্ব নিয়েছেন

    করোনা মহামারীতে যাদের ঘরে খাবার ছিল না তাদের খাবার পৌছে দিতে দেখা গেছে এই মানবিক পলিশ কর্মকর্তার থানার আসার পর থেকে সাধারণ জনগনের পাশে থাকার চেষ্টা করছেন. এ সময় তিনি সারাবিশ্ব তথা মানব জাতির এ ক্রান্তিলগ্নে  জনগনকে  কোভিড-১৯ এর বিরুদ্ধে  জনসচেতনতা  সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান ।

    কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব মাহবুবে খোদা করোনা সহ সকল সামাজিক  সমস্যা মোকাবেলায় জনগনের পাশে থাকার অঙ্গীকার  করেন ।

    বাংলাদেশ সময়: ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ