গাজীপুরের কাশিমপুরে ঈদের গরু জবাই করতে গিয়ে দুঃখজনক নিজেই জবাই হয়ে গেলেন আছিম উদ্দিন (৪৫) নামক এক কসাই।
বৃহঃপ্রতিবার সকালে আনুমানিক ৭ দিকে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর স্কুল মার্কেট এলাকায় ঈদ উপলক্ষ্যে গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে কসাই আছিম উদ্দিন গরু জবাই করে। জবাইকৃত গরুর মাংস কাটতে গিয়ে টোল থেকে পিছলে পড়ে নিজের হাতে থাকা গরু কাটার ধারালো অস্ত্র তার নিজের পেটের ডান পাশে ঢুকে যায়।
ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে, তাৎক্ষণিক আছিম উদ্দিনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আজিমউদ্দিন কসাই তার পরিবার নিয়ে পূর্বা এনাতপুরে মোস্তফা কামাল এর বাড়ীতে দীর্ঘদিন যাবত বসবাস করতেন।
মৃত আজিমউদ্দিন এর লাশ তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সলিম নগরে পাঠানো হবে।