খোরশেদ আলম | সোমবার, ১৪ জুন ২০২১ | প্রিন্ট
গাজীপুরের কাশিমপুর কাজী মার্কেট এলাকায় রোববার একটি খাবারের হোটেল সহ ১৫ টি বসত বাড়ি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি খাবার হোটেল ও বসতবাড়ী মালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
একটি কুচক্রী মহল অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । এসব বসতবাড়ি ও হোটেলে ২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস সংকটে পড়েছে এলাকার বৈধ গ্রাহকরা। আজ দিন দিনব্যাপী ওই এলাকায় বিভিন্ন বসতবাড়ী খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন,ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ। তিতাসের অন্যান কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এবং পরবর্তীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।