
রিপোর্টার খুরশীদ আলম | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক প্রিন্সিপালের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপর ২টার দিকে কাশিমপুরের জিতার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাফেজ মাঃ মোসলেম উদ্দিন কাউসার(৫০), কাশিমপুরের পূর্ব এনায়েতপুরের আল হেকমা তাহফিজুল মাদ্রাসার প্রিন্সিপাল।
নিহত কাউসার রংপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে এনায়েতপুরে বসবাস করে মাদ্রাসার দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, (মঙ্গলবার) দুপুর ১. ১৫ মিনিটের দিকে কাশিমপুরের রফিকুল স্কুল এন্ড কলেজের সামনে থেকে ডিবিএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান জিতার মোড়ের দিকে যাচ্ছিল। এসময় সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তির বাড়ীর সামনে পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় একই দিকে যাওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে মোটরচালক পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এসময় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান ও রাশেদ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান আটক করেন।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।