• শিরোনাম

    কাশিমপুরে দৈনিক সবুজ নিশান পত্রিকার  ২৬ তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত।

    রিপোটার  খোরশেদ আলম  | মঙ্গলবার, ২২ জুন ২০২১ | পড়া হয়েছে 143 বার

    কাশিমপুরে দৈনিক সবুজ নিশান পত্রিকার  ২৬ তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালিত।

    apps
    কাশিমপুর প্রেসক্লাব প্রাঙ্গণ মঙ্গল দুপুর ১২.৩০ মিনিটে   গাজীপুর প্রতিনিধি নূরে আলম জিকু দৈনিক সবুজ নিশান পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত  পালন এবং সাধারণ আলোচনা সভা আয়োজনে  সভাপতিত্ব করেন  মোঃ মারুফ হোসেন সম্পাদক গন সংবাদ অন লাইন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
    কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি
    মোঃমনির হোসেন মন্ডল , ব্যস্থাপনা সম্পাদক সাপ্তাহিক  বার্তা বাজার  , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃআলী শিমান্ত দৈনিক সরেজমিন বার্তা   স্টাফ রিপোর্টাস।  এসময় উপস্থিত ছিলেন  মোঃজাহাঙ্গীর আলম সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, মোঃকবির হোসেন কাশিমপুর বার্তা, মোঃকুদ্দস  মুভি বাংলা, তরিকুল জুয়েল সি এন এন টিভি, হুমায়ন কবির তালুকদার মাই টিভি, খোরশেদ আলম একাত্তর টিভি বাংলা, আলোচনা শেষে ,, কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘটে।

    বাংলাদেশ সময়: ৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ