মো.হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট প্রতিনিধিঃ | সোমবার, ২১ জুন ২০২১ | পড়া হয়েছে 88 বার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ জন গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহের দলিল হস্থান্তর করা হয়। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, ভার্চুয়্যাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলার আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলায় ২৫০ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি গৃহহীনদের হাতে হস্তান্তর করেন।
কালীগঞ্জে উপজেলায় ভার্চুয়্যালের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে মনিটরিং এর দায়িত্ব ছিলেন ছিলেন টি, এম, এ মমিন অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,সহ উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যাক্তি । উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মীরা, সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতা নেত্রী সহ গৃহহীন পরিবার সহ সাধারণ জনগণ ।
বাংলাদেশ সময়: ৪:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২১ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel