| শনিবার, ০৭ নভেম্বর ২০২০ | প্রিন্ট
মো. হাসমত উল্ল্যাহ, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিন ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
৭ নভেম্বর শনিবার দুপুরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ব্যক্তি হলেন- খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৫), এরা দুজনেই বান্দরকুড়া লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামের বাসিন্দা।
চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বিষাক্ত মদপানের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে দুজনের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তি মারা যান। এদের মধ্যে আরো তিনজন অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা হলেন- বেলাল, সেকেন্দার ও সবুজ আলী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে।
Posted ১১:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।